সুধাংশু শেখর বর্মণ

সুধাংশু শেখর বর্মণ

তিস্তা বিধৌত জেলা নীলফামারী। এই অববাহিকার বুকেই দুধমাতা তিস্তা তার আপন নানন্দিক সৌন্ধর্যের পসরা সাজিয়ে আবহমানকাল ধরে বহমান। ছলাৎ ছলাৎ ঢেউয়ের খেলা নিরবধি ।সাথে ঝাঁকবেঁধে ঢেউ খেলে যায় রূপালী বৈরালী মাছ। আরেকদিকে অটল, দৃঢ়চেতা, গম্ভীর ধ্যানমগ্ন ঋষিশ্রেষ্ঠ হিমালয়। মোহাবিষ্ট ইশারা প্রতিটি কাঁচা সোনারোদ সকালে । দখিনা বাতাসও দোল দিয়ে যায় পরম মমতার অবারিত স্নেহে, দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহে। এরই যুগপৎ আকর্ষণ আর দোলাচলে দোল খেতে খেতে বেড়ে উঠে একটি কিশোর। কচি চোখের তারায় নির্বাক মুগ্ধতার অপলক করা দৃষ্টি। সুধাংশু শেখর বর্মণ: জন্মসন-১৯৭৮, পিতা –কার্তিক চন্দ্র বর্মণ, মাতা-রাধা রানী বর্মণ।
প্রকাশিত: ভুল যার পুরো গল্প (কবিতাগ্রন্থ), মুদ্রার ওপিঠ (কবিতাগ্রন্থ), কিছুটা জল কিছুটা স্থল (কবিতাগ্রন্থ)। প্রকাশিতব্য: স্মৃতিরা ঢেউ হয়ে উঠে (চিঠি), বুকের ভেতরটাতেও একটা ট্রেন (গল্পগ্রন্থ), যে অশ্রু আজও বহমান (উপন্যাস), কোথাও একটা সমুদ্র কাঁদছে (কবিতাগ্রন্থ)।

সুধাংশু শেখর বর্মণ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon